নয়াদিল্লি: জাতির জনক মহাত্মা গাঁধী ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে তিনি প্রথমে রাজঘাটে গিয়ে গাঁধীকে শ্রদ্ধা জানান। এরপর বিজয়ঘাটে গিয়ে শাস্ত্রীকে শ্রদ্ধা জানান। ট্যুইট করেও তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন মোদী।



 

আজ গাঁধীর ১৪৭ তম জন্মদিবস। একইদিনে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী শাস্ত্রীর ১১২ তম জন্মদিবস। প্রধানমন্ত্রী ছাড়াও উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ, বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সহ বহু বিশিষ্ট ব্যক্তি গাঁধীকে শ্রদ্ধা জানিয়েছেন। সারা দেশেই গাঁধীজয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।