নয়াদিল্লি: লালকৃষ্ণ আডবাণীর ৯২ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের প্রবীনতম নেতার জন্মদিনে তাঁকে ‘রাষ্ট্রনায়ক’ বলেও সম্বোধন করলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ট্যুইটে এদিন বিজেপি-র মার্গদর্শকের ভূয়সী প্রশংসাও করেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “পণ্ডিত, রাষ্ট্রনায়ক। দেশের নাগরিকের ক্ষমতায়নে যে অবদান শ্রী লালকৃষ্ণ আডবাণী রেখেছেন, তা অনস্বীকার্য্য। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি।”


আরও একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ভারতীয় জনতা পার্টির বেড়ে ওঠাতেও আডবাণীর ভূমিকা অপরিসীম। একজন কর্মকর্তাকে নিজে হাতে তৈরি করেছেন তিনি। শুধু দল গঠনই নয়, ভারতীয় রাজনীতিতেও যে তিনি একজন দৃষ্টান্ত সেকথাও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী।


ট্যুইটেই মোদী লিখেছেন , “তিনি কখনও নিজের আদর্শ থেকে সরে যাননি। জনসেবাই ছিল তাঁর আদর্শ। এমনকি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও সামনের সারিতে থেকে লড়াই করেছেন আডবাণীজি। মন্ত্রিত্ব এবং তাঁর প্রশাসন চালানোর দক্ষতা জগদ্বিখ্যাত।”