লখনউ: লখনউয়ে মহা পরিবর্তন সমাবেশ থেকে সমাজবাদী পার্টির সাম্প্রতিক ঘরোয়া কোন্দলের প্রতি ইঙ্গিত করে উত্তরপ্রদেশের শাসক দলকে আক্রমণ নরেন্দ্র মোদীর। সপা-র ঘরোয়া বিবাদে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে বলে সমাবেশে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। সমাবেশে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও।
বিজেপির দাবি, ১০ লাখের বেশি মানুষ এদিনের সমাবেশে এসেছিলেন। পিলপিল করে লোকজন সকাল থেকেই লখনউয়ে ঢুকতে থাকে। লক্ষাধিক বুথ স্তরের কর্মীকেও মোদীর সভায় ডেকেছিল বিজেপি। ওই কর্মীদের আসন্ন বিধানসভা ভোটে দলের অনুকূলে জনমত গঠনে কাজে লাগাচ্ছে বিজেপি।
নোট বাতিলের ঘোষণার ৫০ দিনের সময়সীমা পেরনোর পর হিন্দি বলয়ের এই প্রধান রাজ্যে প্রথম জনসভায় মোদী বলেন, উত্তরপ্রদেশের উন্নয়ন চাইলে ভোট দিন বিজেপিকে। লখনউ অটলজীর কর্মভূমি, এখানে তিনি নিজের ঘাম-রক্ত ঝরিয়েছেন। বিজেপির ভিতও গড়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের পরিবর্তনের হাওয়া স্পষ্ট বলেও মন্তব্য করেন মোদী।
রাজ্য থেকে উন্নয়ন বিদায় নিয়েছে বলে কটাক্ষ করে মোদীর দাবি, কেন্দ্রে আমাদের সরকার ১ লক্ষ কোটি টাকা বাজেট বাড়িয়েছে উত্তরপ্রদেশের জন্য। দেশের চেহারা বদলাতে হলে আগে উত্তরপ্রদেশের ভাগ্য বদলাতে হবে। এটা দুর্ভাগ্যজনক যে, রাজ্যের শাসকদের কাছে উন্নয়ন গুরুত্বের ব্যাপার নয়।
মোদী এও বলেন, আপনারা কখনও সপা, বিএসপি-কে একজোট হতে দেখেছেন? বসপা সূর্য্য উঠছে বললে সপা বলে, ডুবছে! কিন্তু মোদী হটাও-এর দাবিতে দুজনেই একমত!


মোদী এও বলেন, যারা কালো টাকা, নিজেদের পরিবার বাঁচাতে মরিয়া, তারা উত্তরপ্রদেশকে বাঁচাতে পারবেন কিনা, সেটা ঠিক করতে হবে রাজ্যের মানুষকে। এভাবে তিনি নাম না করে ইঙ্গিত করে সপা, বিএসপি-কে।