বালিয়া (উত্তরপ্রদেশ): ফের বোমা ফাটালেন উত্তরপ্রদেশের বিতর্কিত বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। এবার তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন শ্রীরামের অবতার, যিনি অমিত শাহ ও যোগী আদিত্যনাথের সঙ্গে এদেশে রাম-রাজ্য গঠনের স্বপ্নপূরণ করবেন।
শুক্রবার তিনি বলেন, অমিত শাহকে রাজা রামের (মোদী) ভাই লক্ষ্মণ এবং চাণক্য (সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যর উপদেষ্টা) করে পাঠিয়েছেন ঈশ্বর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি যোগ করেন, কাকতালীয় ঘটনা যে ব্রহ্মচারী হনুমান হিসেবে হাজির হয়েছেন আদিত্যনাথও।
সুরেন্দ্র বলেন, রাম-লক্ষ্মণ ও হনুমানের এই দল ভারতে রাম-রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নকে পূরণ করবে। তাঁর দাবি, জাতীয় রাজনীতিতে রাম রাজ্য প্রতিষ্ঠিত হবেই। প্রসঙ্গত, এর আগেও নিজের মন্তব্যে রামায়ণ প্রসঙ্গ টেনে এনেছিলেন সুরেন্দ্র, যখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা সুর্পনখার সঙ্গে করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।