নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব শীঘ্রই ফিটনেস নিজের ফিটনেস ভিডিও প্রকাশ করবেন তিনি।
এর আগে কোহলি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস ভিডিও শেয়ার করেছিলেন।

কোহলি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী, মহেন্দ্র সিংহ ধোনি এবং স্ত্রী অনুষ্কা শর্মাকে ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান।
কোহলির এই চ্যালেঞ্জ সম্পর্কে মোদী ট্যুইট করে বলেছেন, 'বিরাট, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি। খুব শীঘ্রই আমার ফিটনেস ভিডিও শেয়ার করব'।



কোহলি তাঁর ট্যুইটে বলেছিলেন, 'আমি রাজ্যবর্ধন রাঠৌর স্যারের ফিটনেস চ্যালেঞ্জ স্বীকার করছি। এখন আমি আমার স্ত্রী অনুষ্কা, আমাদের প্রধানমন্ত্রী ও মহেন্দ্র সিংহ ধোনি ভাইকে এই চ্যালেঞ্জ দিতে চাই'।



উল্লেখ্য, অলিম্পিক পদকজয়ী তথা কেন্দ্রীয় মন্ত্রী রাঠৌর দেশে ফিটনেস সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে নিজের ব্যায়াম অভ্যেসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং খেলা ও সিনেমা জগতের কয়েকজন প্রথমসারির তারকাকে তাঁর এই অভিযানে সামিল হওয়ার আর্জি জানান।
রাঠৌর কোহলি, অলিম্পিক পদকজয়ী সাইনা নেহওয়াল, অভিনেতা হৃতিক রোশনকে ট্যাগ করেছিলেন।