গুয়াহাটি: উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের ভোটের ফলাফল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরতে চলেছেন। এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।


তিনি জানান, কংগ্রেস-মুক্ত ভারত গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছেন উত্তরপূর্বের মানুষ। কংগ্রেস যে প্রান্তিক দল হয়ে গিয়েছে, তা স্পষ্ট ইঙ্গিত ভোটের ফলাফলেই উঠে এসেছে। তিনি বলেন, ত্রিপুরা ও নাগাল্যান্ডে একটিও আসনে জিততে পারেনি কংগ্রেস। মেঘালয়তেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক এজেন্ডায় মানুষ আস্থা রেখেছেন। এর থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, আগামী লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে ক্ষমতা ধরে রাখবে এনডিএ। তাঁর দাবি, কংগ্রেসের কোনও উন্নয়নমূলক অ্যাজেন্ডা নেই। দীর্ঘদিন ধরে দেশের শাসক হওয়া সত্ত্বেও তারা চরম ব্যর্থ হয়েছে।


এদিন তিন রাজ্যের ভোটের ফলাফল বের হয়। সেখানে দেখা যাচ্ছে, ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনকে উৎখাত করে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। মেঘালয় ও নাগাল্যান্ডের ফল ত্রিশঙ্কু হয়েছে।


উত্তর-পূর্বের আটটি রাজ্যের মধ্যে বর্তমানে একমাত্র মিজেরামে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সেখানে বিজেপির দখলে তিনটি রাজ্য—অসম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এছাড়া, সিকিমে ক্ষমতা রয়েছে এনডিএ শরিক সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট।