রাঁচি: হজে ভর্তুকি তুলে নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারির একটি মামলায় সাড়ে তিন বছর কারাদণ্ডের সাজা পাওয়া লালুকে আজ অন্য একটি মামলায় আদালতে পেশ করা হয়। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী বিভিন্ন কাজের মাধ্যমে মুসলিমদের সমস্যায় ফেলছেন।’
বিশ্বহিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়াকেও আক্রমণ করে লালু বলেছেন, ‘অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার আগে তোগাড়িয়া কোথায় উধাও হয়ে গিয়েছিলেন, সেটা এখনও বলেননি। তিনি জেড-প্লাস নিরাপত্তা ছেড়ে কোথায় গিয়েছিলেন?’
গতকালই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি ঘোষণা করেছেন, এ বছর থেকেই কেন্দ্রীয় সরকার হজে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের শিক্ষায় সেই অর্থ কাজে লাগানো হবে। এই বিষয়টি নিয়েই মোদীকে আক্রমণ করেছেন লালু।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
নরেন্দ্র মোদী মুসলিমদের সমস্যায় ফেলছেন, হজ-ভর্তুকি তুলে নেওয়া প্রসঙ্গে তোপ লালুর
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jan 2018 08:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -