নয়াদিল্লি ও লখনউ: বিজেপিকে সমর্থন করার জন্য কর্নাটকের জনতাকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটারে মোদী লেখেন, বিজেপির উন্নয়নমূলক অ্যাজেন্ডাকে ক্রমাগত সমর্থন করার জন্য এবং দলকে কর্নাটকে একক বৃহত্তম দল হিসেবে তুলে ধরার জন্য আমি রাজ্যের সকল ভাই-বোনদের ধন্যবাদ জানাচ্ছি। আমি কর্নাটক বিজেপির কর্মী-সদস্যদের ভূমিকাকে কুর্নিশ করছি। তাঁরা নিরন্তর দলের জন্য কাজ করে গিয়েছেন।


https://twitter.com/narendramodi/status/996375300169650176

কর্নাটকের ফলাফলের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনি জানান, কংগ্রেস-মুক্ত ভারত গঠন নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তব করতে কর্নাটকের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, আমরা সঠিক দিকেই এগোচ্ছি। আশা করছি, বাকি দুই রাজ্যও শীঘ্রই কংগ্রেস-মুক্ত হবে।


আদিত্যনাথ মনে করেন, কর্নাটকের ফলাফল প্রমাণ করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নীতি সঠিক দিশাতেই এগোচ্ছে। মানুষ তা গ্রহণ করেছে। বলেন, কেন্দ্রের নীতি গ্রহণ করার জন্য এবং কংগ্রেসের দুর্নীতিতে লাগাম টানার জন্য কর্নাটকের মানুষকে ধন্যবাদ।