২৬/১১-র নরিম্যান হাউসে গড়ে উঠবে স্মৃতিসৌধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jan 2018 03:45 PM (IST)
মুম্বই: ২৬/১১ হামলায় ধ্বংসস্তুপের চেহারা নেওয়া নরিম্যান হাউসে গড়ে উঠবে একটি স্মৃতিসৌধ। সেই জঙ্গি হামলায় প্রাণ হারানো মানুষদের স্মরণ করতে এই উদ্যোগ। আজই দিল্লিতে পা রেখেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সফরের মধ্যেই এ ব্যাপারে পাকাপাকি ঘোষণা হবে। দক্ষিণ মুম্বইয়ের কোলাবা এলাকায় নরিম্যান হাউস বা চাবাড হাউসটি চালান ইহুদিরা, রাব্বি গ্যাব্রিয়েল হোল্টজবার্গ ও তাঁর স্ত্রী রিভকা এই হাউসটি পরিচালনা করতেন। ২০০৮-এর নভেম্বরে পাক জঙ্গি হামলায় নরিম্যানে ৮ জনের মৃত্যু হয়, গ্যাব্রিয়েল ও রিভকাও ছিলেন তাঁদের মধ্যে। বেঁচে যায় এই দম্পতির ২ বছরের ছেলে মোশে হোল্টজবার্গ, তার ভারতীয় আয়া তাকে কোলে নিয়ে হামলা চলাকালীন বেরিয়ে এসেছিলেন। নেতানিয়াহুর সফরসঙ্গীদের মধ্যে রয়েছে ১১ বছরের মোশেও, ২৬/১১-র ৯ বছর পর এ সপ্তাহে সে প্রথমবার পা রাখবে নরিম্যান হাউসে। বৃহস্পতিবার নরিম্যান হাউসে পা রাখবেন ইজরায়েলি প্রধানমন্ত্রী, তাঁর উপস্থিতিতে স্মৃতিসৌধ গড়ার কথা সরকারিভাবে ঘোষণা হবে।