নাসিক: মকোকা আইনে গ্রেফতার হওয়া এক কয়েদির সঙ্গে জেলের বাইরে মদ্যপান এবং মধ্যাহ্নভোজ করে সাসপেন্ড হলেন তিন পুলিশ কনস্টেবল। তাঁদের চাকরিও যেতে পারে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মে মাসের। সামির পাঠান নামে ওই কয়েদির বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের জন্য ৩৬টি মামলা চলছে। একটি মামলার শুনানির জন্য তাকে আদালতে নিয়ে যান প্রমোদ যাদব, সাগর বোধলে ও রাহুল ধোন্দগে নামে ওই তিন কনস্টেবল। শুনানির পর পুলিশের গাড়িতে না উঠে তাঁরা অন্য একটি গাড়িতে উঠে একাধিক জায়গায় ঘুরে মদ ও খাবার খেয়ে সন্ধ্যে সাতটায় জেলে ফেরেন।

 

নির্দিষ্ট সময়ের অনেকক্ষণ পরে কয়েদিকে নিয়ে ফেরার কারণ জানতে চাওয়া হলে ওই তিন কনস্টেবল বলেন, গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, সারাতে দেরি হয়েছে। কিন্তু তদন্তে জানা যায়, তাঁরা রাস্তায় ঘুরছিলেন। এরপরেই সাসপেন্ড হন তিন কনস্টেবল।