নাসিক: ৫ বছরের একটি মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তপ্ত নাসিক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজার রাখার আর্জি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দিরের কাছে তালেগাঁও গ্রামে বাচ্চা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত কিশোর। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুকে যৌন হেনস্থা এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। রাতেই থানায় জমা হয় উত্তেজিত জনতা। বেশ কিছু রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায় তারা। বাচ্চাটিকে যাতে কোনও মহিলা চিকিত্সক পরীক্ষা করেন, সেই দাবিতে হাসপাতালে জমা হয় বেশ কিছু লোকজন। হাসপাতাল সূত্রে শিশুটির শরীর-স্বাস্থ্য নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
৫ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কিশোর, উত্তপ্ত নাসিক
Web Desk, ABP Ananda
Updated at:
10 Oct 2016 08:20 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -