ধর্ষিতার পরিবারকে বিগত সরকারের দেওয়া ফ্ল্যাট খালি করে দিতে নির্দেশ, বরাদ্দ করতে বললেন কমলনাথ
Web Desk, ABP Ananda | 08 Feb 2019 01:43 PM (IST)
ইন্দোর: এক ধর্ষিতার পরিবারকে আগের সরকারের আমলে পাওয়া ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয়েছে বলে অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে বললেন কমলনাথ। আনুষ্ঠানিক ভাবে নির্যাতিতার পরিবারকে ওই ফ্ল্যাটের মালিকানা দেওয়ার নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। অভিযোগ, ইন্দোর ডেভেলপমেন্ট অথরিটি (আইডিএ) পরিবারটিকে ফ্ল্যাট ছেড়ে দিতে বলেছিল। ধর্ষিতার বাবা সংবাদ সংস্থাকে বলেছেন, আমাদের ৫ মাস আগে একটি ২০০ বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হয়েছিল। বুধবার ৪-৫ জন আইডিএ কর্তা এসে বলেন, ফ্ল্যাটটি সরকারি ভাবে আমাদের বরাদ্দ করা হয়নি, তাই সেটি খালি করে দিতে হবে। সরকারি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিষয়টি জানতে পেরে প্রশাসনিক অফিসারদের পরিবারটিকে সাহায্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন। তারপরই আইডিএ-র এক এস্টেট কর্তা ধর্ষিতার বাবার নামে ফ্ল্যাট বরাদ্দ করে নির্দেশ জারি করেন। ৮ বছরের ধর্ষিতা ও তার পরিবারকে ওই ফ্ল্যাট দিয়েছিল আগের বিজেপি সরকার। গত ২৬ জুন মন্দশৌরে মেয়েটিকে ধর্ষণ করে ইরফান ওরফে ভাইয়ু ও আসিফ নামে দুজন। তাকে মেরে ফেলার চেষ্টাও করে তারা। দুজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আদালত। সাজার বিরোধিতা করে তাদের আবেদন হাইকোর্টে বিবেচনাধীন রয়েছে।