নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে দেশবাসী যখন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন, তখন আমাদের সকলের অবশ্যই তাঁকে  সমর্থন  করা উচিত। বললেন শাহরুখ খান। অসহিষ্ণুতা নিয়ে গত বছর মুখ খুলে বিজেপির আক্রমণের নিশানা হয়েছিলেন। ধর্মীয় অসহিষ্ণুতার মতো ক্ষতিকর আর কিছুই নয়, বলেছিলেন তিনি।

বিজেপি নেতাদের একাংশ তাঁকে কাঠগড়ায় তুলে বলেন, তিনি কংগ্রেসের হয়ে কথা বলছেন। কিন্তু একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে কিং খান দাবি করেন, তিনি সব রাজনৈতিক দলকেই নিজের বন্ধু মনে করেন। কোনও বিশেষ রাজনৈতিক দলের সঙ্গেই কোনও বিরোধ নেই তাঁর।

সেইসঙ্গে তিনি যোগ করেন, আমি খুব স্পষ্ট  করেই বলতে চাই যে, দেশের নেতা হিসাবে একজনকে যখন বেছেই নিয়েছি, তিনি যে-ই হোন, নরেন্দ্র মোদীর মতো বিরাট হোন, আমাদের সবার তাঁকে সমর্থন করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাঁকে বেছে নিয়েছে। তাই আমাদের নেতা হিসাবে তাঁকে সমর্থন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, নেতিবাচক মনোভাব দেখালে চলবে না।