নয়াদিল্লি: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। প্রায় ৪ মাস পর দৈনিক সংক্রমণ নামল ৩০ হাজারে। শেষবার গত ১৬ জুলাই দৈনিক সংক্রমণ ছিল ৩২ হাজার। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬০ জনের। তালিকায় শীর্ষে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৯৫ জনের।
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৭০ জনের। মোট আক্রান্ত ৮৮ লক্ষ ৪৫ হাজার ১২৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩০ হাজার ৫৪৮। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৪১ হাজার ১০০।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮২ লক্ষ ৪৯ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৪৩ হাজার ৮৫১। গতকাল ওই সংখ্যা ছিল ৪২ হাজার ১৫৬।
দেশে মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৩.২৭ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, ১৫ নভেম্বর পর্যন্ত দেশে ১২ কোটি ৫৬ লক্ষ ৯৮ হাজার ৫২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৬১ হাজার ৭০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ভারতে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, বেড়েছে সুস্থতার সংখ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Nov 2020 12:28 PM (IST)
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৭০ জনের। মোট আক্রান্ত ৮৮ লক্ষ ৪৫ হাজার ১২৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩০ হাজার ৫৪৮। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৪১ হাজার ১০০।
অস্ট্রেলিয়ার শীর্ষ স্তরের বায়োসিকিউরিটি ল্যাবরেটরি-র গবেষণা অনুসারে, ব্যাঙ্ক নোট, কাঁচ ও অন্যান্য মসৃণ সামগ্রীর ওপর কয়েক সপ্তাহ ধরে সংক্রামক থাকতে পারে। ফলে কাগজের নোট, টাচস্ক্রিন ডিভাইসের মতো সামগ্রী থেকে সংক্রমণের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে গবেষণায়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -