পুনে: এক অর্জুন পদকজয়ী সহ খেলোয়াড় তথা কোচের বিরুদ্ধে দিল্লিতে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক মহিলা শ্যুটার। এবার পুনেতে ৬০ তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ চলার সময় ওই অর্জুন পদকজয়ী শ্যুটারের বিরুদ্ধে তাঁকে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ দায়ের করলেন তিনি। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
এর আগে গত ৪ ডিসেম্বর মহিলা শ্যুটার অভিযোগ করেন যে, ওই শ্যুটার তাঁকে ধর্ষণ করেছেন। মহিলা শ্যুটারের অভিযোগের ভিত্তিতে চাণক্যপুরী থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
এবার গত শুক্রবার পুনের হিনজেওয়াড়ি থানায় অভিযুক্তর বিরুদ্ধে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ দায়ের করলেন ওই মহিলা। অভিযোগকারিণী এবং অভিযুক্ত দুজনেই প্রতিযোগিতায় অংশ নিতে পুনেতে এসেছেন।
ওই মহিলার অভিযোগ অনুযায়ী, তাঁদের মধ্যে পুনেতে কথাকাটাকাটি শুরু হয়। সেই সময়ই তাঁকে হুমকি ও ভয় দেখানো হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর বেপাত্তা হয়ে গিয়েছেন অভিযুক্ত শ্যুটার।
দিল্লির চাণক্যপুরী থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ও অভিযোগকারিণী একে অপরকে দু বছর ধরে চিনতেন এবং একসঙ্গে সাই-তে অনুশীলনও করতেন। তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং অভিযুক্ত মহিলা শ্যুটারকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেন। সম্প্রতি ওই মহিলা শ্যুটারের জন্মদিনে তাঁর বাড়িতে আসেন অভিযুক্ত এবং মাদক মেশানো পাণীয় খাইয়ে তাঁকে ধর্ষণ করেন।
পরে দেখা হলে অভিযুক্ত ওই মহিলা শ্যুটারকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার কথা অস্বীকার করেন বলে অভিযোগ। এমনকি তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।
অর্জুন পুরস্কারজয়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জাতীয় পর্যায়ের শ্যুটারের
ABP Ananda, web desk
Updated at:
18 Dec 2016 01:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -