নয়াদিল্লি: সব জায়গায় জাতীয় প্রতীককে সম্মান জানাতে হবে। নয়ডায় একটি স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার চিনা আধিকারিক ভারতের জাতীয় পতাকার অবমাননা করায় চিনের মন্তব্যের জবাবে এমনই কড়া প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেছেন, সংশ্লিষ্ট সংস্থা অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিশ্বের সর্বত্র জাতীয় প্রতীককে সম্মান জানাতে হবে। নয়ডার এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আইনানুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

গতকালই চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেছিলেন, তাঁদের আশা, ভারত সরকার এই ঘটনার সুষ্ঠু সমাধান করবে। তাঁরা এই ঘটনার বিষয়ে প্রাথমিক রিপোর্ট পেয়েছেন। সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। চিন সরকার সবসময় বেসরকারি সংস্থাগুলিকে এবং কর্মীদের সব দেশের আইন, নিয়ম মেনে চলা এবং স্থানীয় রীতি-নীতিকে সম্মান জানাতে বলে। চিনের বিদেশ মন্ত্রকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ কড়া বার্তা দিল ভারত।