মুজ্জাফরনগর:  নাভা জেলকাণ্ডের মূল চক্রী পরমিন্দর সিংহের দুই সহকারীকে সোমবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী আধিকারিকদের ধারণা, যে বাড়ি থেকে পরমিন্দরের সহকারীদের গ্রেফতার করা হয়েছে, সেখানে বসেই জেল ভেঙে জঙ্গিদের নিয়ে পালানোর ছক কষেছিল সে। দেহরাদুনের রায়পুর এলাকার এসএসপি সদানন্দ ডাটের দাবি, গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত গীতা অরোরার সঙ্গেই সম্প্রতি থাকত মূল চক্রী পরমিন্দর। গীতা পরমিন্দরের বন্ধু সুনীল অরোরার স্ত্রী। এছাড়াও এই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, নাম আদিত্য মেহেরা। গত ছমাস ধরে রায়পুরের যে বাড়িতে পরমিন্দর থাকত, সেখানে থেকে ঘটনার পাঁচ দিন আগে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য চলে যায় পরমিন্দর ওরফে পেন্ডা। ওই বাড়ির থেকে অনেকগুলো গাড়ির জাল নম্বর প্লেট, ভোটার কার্ড, সিম কার্ড, মোবাইল ফোন, কার্তুজ, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং নগদ দুলক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তবে গীতার স্বামী ও পরমিন্দরের বন্ধু সুনীল আরোরা এখনও পলাতক। এদিকে পরমিন্দর সিংহকে আরও কড়া নিরাপত্তা আছে এমন কারাগারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার পরমিন্দর সহ আরও নয় বন্দুকধারী পাতিয়ালার নাভা জেলে হামলা চালায়। জেল থেকে তারা খালিস্তানি নেতা হরমিন্দর সিংহ মিন্টু সহ আরও চার জঙ্গিকে নিয়ে পালায়। পরেরদিন উত্তরপ্রদেশের কাইরানা থেকে মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। নাভাকাণ্ডের পর উত্তরপ্রদেশে ৬৫টি কারাগারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।