এই মিশনকে সফল বলে ব্যাখ্যা করে ইসরো চেয়ারম্যান কে শিবান বৈজ্ঞানিকদের অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, আগামী ৮ মাসে ৯টি মিশন রয়েছে ইসরোর, এগুলির মধ্যে রয়েছে বছর শেষের চন্দ্রযান ২-ও।
আইআরএনএসএস-১আই উপগ্রহটি অচল হয়ে পড়া আইআরএনএসএস-১এ উপগ্রহের জায়গা নেবে। নাভআইসি নেভিগেশন উপগ্রহ সমাবেশে ৭টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়, তারই অংশ হতে চলেছে এই আইআরএনএসএস-১আই উপগ্রহ। ১,৪২০ কোটি টাকার এই প্রকল্প নাভআইসি-তে ৯টি উপগ্রহ রয়েছে, সেগুলির মধ্যে ৭টি আছে কক্ষপথে ও বাকি দুটি তাদের বিকল্প হিসেবে।
এই উপগ্রহ উৎক্ষেপণের ২ সপ্তাহ আগে ইসরো জিস্যাট-৬এ উপগ্রহকে মহা শূন্যে পাঠায়। কক্ষপথে পৌঁছে গেলেও ২ দিনের মধ্যে ইসরোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার।