চণ্ডীগড়: পঞ্জাবে অমিরন্দর সিংহের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন নভজ্যোৎ সিংহ সিধু। গত জুন মাসে মন্ত্রিসভার সম্প্রসারণের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব হারান সিধু। তার পর থেকেই তিনি ক্ষোভে ফুঁসছিলেন। রবিবার, টুইটারে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সিধু। সেইসঙ্গে, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে ১০ জুন লেখা একটি চিঠির প্রতিলিপিও পোস্ট করেন।
গত ৬ জুন মন্ত্রিসভার রদবদলে সিধুকে লোকাল গভর্নমেন্ট এবং পর্যটন ও সাংস্কৃতিক দফতর থেকে সরিয়ে বিদ্যুৎ ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির দফতর দেওয়া হয়। এর ঠিক দুদিন পর, সিধুকে বিভিন্ন পরামর্শদাতা গোষ্ঠী থেকেও সরিয়ে দেওয়া হয়। সেই থেকে নতুন মন্ত্রিত্বের দায়িত্ব নেন নি সিধু। শেষদিন পর্যন্ত তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের সংঘাত চলছিল।
পঞ্জাব মন্ত্রিসভা থেকে পদত্যাগ সিধুর
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jul 2019 04:48 PM (IST)
গত জুন মাসে মন্ত্রিসভার সম্প্রসারণের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব হারান সিধু। তার পর থেকেই তিনি ক্ষোভে ফুঁসছিলেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -