কর দেননি, নভজৎ সিংহ সিধুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল আয়কর দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2018 10:32 AM (IST)
নয়াদিল্লি: কর না মেটানোর অভিযোগে পঞ্জাবের মন্ত্রী নভজৎ সিংহ সিধুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল আয়কর দফতর। প্রাক্তন এই ক্রিকেটার এবং কংগ্রেস নেতার প্রায় ৫২ লক্ষ টাকা কর বাকি পড়ে রয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নথিপত্রও জমা দেননি তিনি। সূত্রের খবর, হিসেবে অনুযায়ী তাঁর পোশাক বাবদ খরচ ২৮, ৩৮, ৪০৫ টাকা, বিভিন্ন সফর বাবদ তাঁর খরচ হয়েছে ৩৮, ২৪, ২৮২ টাকা। বেতন বাবদ খরচ ৪৭, ১১, ৪০০ টাকা এবং পেট্রোল ও ডিজেল বাবদ খরচ হয়েছে ১৭, ৮০, ৩৫৮ টাকা। এই সমস্ত খরচ সংক্রান্ত প্রয়োজনীয় বিল বা ইনভয়েস কিছুই জমা দেননি সিধু। পুরো বিষয়টি খতিয়ে দেখে কংগ্রেস নেতার ব্যাঙ্ক অ্যাাকাউন্ট বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় আয়কর দফতর।