গুরুগ্রাম: নবরাত্রি পড়ে গিয়েছে, অত মাংসের হাড় চিবনো কীসের!

অকাট্য যুক্তিতে গুরুগ্রামের ৫০০-র বেশি মাংস ও মুরগির দোকানে তালা ঝোলালো শিবসেনা। দলীয় নেত্রী ঋতু রাজ জানিয়েছেন, প্রতিটি মাংসের দোকানে নোটিস দিয়েছেন তাঁরা। তবে কেএফসি-র মত নন ভেজ রেস্তোঁরাগুলো বাদ পড়েছে, যেহেতু ওগুলোয় মাংস ভক্ষণ বাইরে থেকে দেখা যায় না।

এছাড়া রাস্তার ধারের রোল, চাউমিনের দোকানগুলোকেও ৯ দিনের নবরাত্রি উৎসব না মেটা পর্যন্ত বন্ধ রাখার নোটিশ দিয়েছে শিবসেনা। হুমকি দিয়েছে, যদি কোনও দোকান নির্দেশ না মানে তবে তার ফল ভোগ করতে হবে। সেনা জানিয়েছে, গুরুগ্রামের ডেপুটি কমিশনারকে স্মারকলিপি দিয়ে তারা দাবি করে, নবরাত্রির ৯ দিন এলাকার যাবতীয় মাংসের দোকান বন্ধ রাখতে হবে। কিন্তু জেলা প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ না করায় বাধ্য হয়ে আসরে নেমেছে তারা।

আজ পালাম বিহার এলাকায় জড়ো হয়ে সেনা কর্মীরা সুরাট নগর, অশোক বিহার, সেক্টর ৫, সেক্টর ৯, পতৌদি চক, জ্যাকবপুরা, সদর বাজার, খান্দসা আনাজ মান্ডি সহ বেশ কিছু এলাকার মাংসের দোকানে জোর করে ঝাঁপ ফেলে দেয়। পুলিশ বলেছে, কারও নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই। যদি মাংসের দোকান সেনা কর্মীরা গায়ের জোরে বন্ধ করে দেয়, তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

তাৎপর্যপূর্ণ হল, এখনও কোনও দোকানদার সেনা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি।