নয়াদিল্লি: পোর্ট ব্লেয়ারের কাছে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া এক চিনা জাহাজকে হঠিয়ে দিল নৌসেনা। ওই চিনা জাহাজটির নাম শি ইয়ান ১, আন্দামান নিকোবর এলাকায় ভারতের জলসীমায় নানা ধরনের তত্ত্বতালাশ চালাচ্ছিল সেটি। আশঙ্কা, সম্ভবত চরবৃত্তিও উদ্দেশ্য ছিল।
আন্দামান নিকোবর থেকে ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নজর রাখে দিল্লি। সম্ভবত সেই কাজকর্মে চরবৃত্তি করার জন্যই ইন্ডিয়ান এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঢুকে পড়ে ওই চিনা জাহাজ। নৌসেনার চোখে পড়তে তারা যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয়। ভারতীয় এলাকায় অন্য কোনও দেশের গবেষণামূলক কাজকর্ম নিষিদ্ধ হওয়ায় ভারতীয় যুদ্ধজাহাজ চিনা জাহাজটিকে বেরিয়ে যেতে বলে। হুঁশিয়ারি পাওয়ার পর চিনা জাহাজ ভারতীয় জলসীমা ছেড়ে বেরিয়ে যায়, সম্ভবত রওনা দেয় চিনে।
মালাক্কা প্রণালী ব্যবহার করে দিল্লি নিয়ন্ত্রণাধীন ভারত মহাসাগরীয় এলাকায় মাঝে মাঝেই ঢুকে পড়ে চিনা জাহাজ। নৌসেনা এ ধরনের গতিবিধির দিকে কড়া নজর রাখে। কিছুদিন আগে নৌসেনার পি-৮১ যুদ্ধবিমান ভারত মহাসাগরের ভেতরে ও আশপাশে ৭টি চিনা যুদ্ধজাহাজকে দেখতে পায়। নৌসেনা জাহাজগুলির ছবি তোলে, তাদের গতিবিধির ওপর অতন্দ্র নজর রাখে। চিনের অবশ্য দাবি, জলদস্যুদের দিকে নজর রাখার জন্যই ভুল করে মাঝে মধ্যে ভারতীয় জলসীমায় তারা ঢুকে পড়ে। কিন্তু এই দাবিতে বিশ্বাস করে না দিল্লি। তাদের বক্তব্য, জলদস্যুদের দমন করতে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন নিয়ে সমুদ্রে ঘোরার দরকার পড়ে না।
ভারতীয় জলসীমা থেকে সন্দেহভাজন চিনা জাহাজকে হঠাল নৌসেনা
ABP Ananda, Web Desk
Updated at:
03 Dec 2019 12:58 PM (IST)
ওই চিনা জাহাজটির নাম শি ইয়ান ১, আন্দামান নিকোবর এলাকায় ভারতের জলসীমায় নানা ধরনের তত্ত্বতালাশ চালাচ্ছিল সেটি। আশঙ্কা, সম্ভবত চরবৃত্তিও উদ্দেশ্য ছিল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -