নয়াদিল্লি: সফলভাবে ভূমিতে হামলার উপযোগী সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের পরীক্ষা করল ভারতীয় নৌবাহিনী। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে। আজ বঙ্গোপসাগরে এই পরীক্ষা হয়। এই পরীক্ষা সফল হওয়ার ফলে  সারা বিশ্বে হাতে গোনা যে কয়েকটি দেশের নৌবাহিনীর হাতে সমুদ্র থেকে ভূমিতে লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী ক্ষেপণাস্ত্র আছে, আজ থেকে ভারতও সেই তালিকায় যুক্ত হল।

নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডিকে শর্মা জানিয়েছেন, এই সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা সফল হওয়ার ফলে ভারতীয় নৌবাহিনীর শক্তি বেড়ে গেল। এর আগে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন ও চিনের নৌবাহিনীর হাতেই এই ধরনের ক্ষেপণাস্ত্র ছিল। আজ থেকে ভারতও এই ক্লাবের সদস্য। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে ব্রহ্মস। কলকাতা, রণবীর, তেগের মতো ভারতীয় নৌবাহিনীর সেরা যুদ্ধজাহাজগুলি এই ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।