লাহৌর: এবারের ইদের দিনটিকে কাশ্মীরীদের প্রতি উৎসর্গ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর কথায়, কাশ্মীরীরা গত কয়েক মাস ধরে যে আত্মবলিদান করে চলেছেন, তার চেয়ে বড় ত্যাগ আর কিছু হতে পারে না। কাশ্মীর সমস্যার যতদিন না সমাধান হবে, ততদিন তাঁরা কাশ্মীরীদের সমর্থন করে যাবেন বলে জানিয়েছেন শরিফ।

ইদের সকালে তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রার্থনা সারেন শরিফ। তারপর তিনি আজকের দিনটি কাশ্মীরীদের উত্সর্গ করে বলেন, কাশ্মীরীরা তাঁদের তৃতীয় প্রজন্মের সুখ-স্বাচ্ছন্দ্যও বিসর্জন দিয়েছেন ভারত থেকে স্বাধীনতা অর্জনের জন্য। বলপ্রয়োগ করে কাশ্মীরীদের দাবি, অধিকারের লড়াই দমন করা যাবে না।

এদিকে পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন ইদের বার্তায় লিখেছেন, পাকিস্তানিদের কখনওই তাঁদের কাশ্মীরি ভাই-বোনদের আত্মত্যাগ, বলিদানের কথা ভুলে যাওয়া উচিত্ নয়। তিনিও বলেছেন, এই দুঃসময়ে প্রত্যেকের কাশ্মীরীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমর্থন জানানো উচিত্। তিনি মনে করেন, সেদিন আর বেশি দূরে নয়, যখন কাশ্মীরীরা তাঁদের লড়াইয়ের ফল পাবেন, স্বাধীনভাবে নিজেদের জয় উদযাপন করবেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীর অশান্ত হয়ে উঠেছে। একাধিক আলোচনা হয়েছে, যদিও কোনওটাই ফলপ্রসূ হয়নি। প্রায় প্রতিদিনই জঙ্গি-পুলিশ সংঘর্ষ চলছে।

ভারত যখন সীমান্তে উত্তেজনায় ইন্ধন দেওয়ার জন্যে পাকিস্তানকে দায়ী করছে, তখন পাল্টা পাকিস্তানের অভিযোগ, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ভারত।
এদিকে আজ জামাত-উদ-দাওয়া প্রধান তথা ২০০৮-এর মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদ গদ্দাফি স্টেডিয়ামে ইদের প্রার্থনার আয়োজন করেন। সেখানে তাঁর দাবি, খুব শীঘ্রই কাশ্মীরীরা তাঁদের আত্মত্যাগের ফল পাবেন।