নয়াদিল্লি: ফেসবুকে আপত্তিকর পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই আয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে মামলা দায়ের করা হল। হিন্দু যুব বাহিনীর সদস্য ভরত ঠাকুরের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আয়াজউদ্দিন অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘একজন ব্যক্তি শিবের আপত্তিকর ছবি পোস্ট করে। আমি তাকে বলি, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। কিন্তু তার জন্য আমার বিরুদ্ধেই মামলা করা হল। এই অভিযোগের তদন্ত হওয়া উচিত।’
আয়াজউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও, তাঁর পাশেই দাঁড়িয়েছে পুলিশ। উত্তরপ্রদেশের মুজফফরনগরের ডেপুটি পুলিশ সুপার হরিরাম যাদব জানিয়েছেন, ‘কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য ছিল না আয়াজউদ্দিনের। তিনি একটি আপত্তিকর পোস্ট দেখে কিছু লেখেন। কিন্তু সেটা করতে গিয়েই তিনি আপত্তিকর ছবিটি কপি পেস্ট করে দেন। এতেই ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে হিন্দু যুব বাহিনী।’
অভিযোগকারী ভরত অবশ্য আয়াজউদ্দিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আয়াজউদ্দিনকে কঠোর শাস্তি দিয়ে লোকজনকে দেখিয়ে দিতে হবে, হিন্দুদের সহজেই অপমান করা যায় না। কেউ যদি সেই পথে হাঁটার চেষ্টা করে, তাহলে শাস্তি হবে।’
ফেসবুকে আপত্তিকর পোস্ট, নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাইয়ের বিরুদ্ধে মামলা
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2018 11:02 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -