রায়পুর: ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক মাওবাদী নেতার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলি ভর্তি পিস্তল সহ বিভিন্ন সামগ্রী। নিহত মাওবাদী নেতার পরিচয় জানায়নি পুলিশ।

কোন্ডাগাঁওয়ের পুলিশ সুপার সন্তোষ সিংহ বলেছেন, গতকাল বিকেলে ছত্তিশগড়ের সশস্ত্র বাহিনী এবং স্থানীয় পুলিশের একটি ছোট দল বায়ানার অঞ্চলে তল্লাশি অভিযানে গিয়েছিল। ছেরি গ্রামে জঙ্গলের কাছে হঠাৎ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরা। এরপরেই পালিয়ে যায় মাওবাদীরা।

পরে ঘটনাস্থল থেকে ইউনিফর্ম পরা এক মাওবাদী নেতার দেহ উদ্ধার হয়। আরও কয়েকজন মাওবাদী নেতা আহত বা নিহত হয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। গতকাল রাতে অন্ধকারের মধ্যে বেশিক্ষণ তল্লাশি চালানো সম্ভব হয়নি। আজ সকাল থেকে ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে।