নয়াদিল্লি:  সাড়ে ১২ হাজার কোটি টাকার পিএনবি-প্রতারণাকাণ্ডে অন্যতম অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের একটি আদালত।


পিএনবি-প্রতারণাকাণ্ডের তদন্তে বারবার তলব করা সত্ত্বেও সহযোগিতা না করার জন্য এদিন আদালতে নীরব ও চোকসির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানায় সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করে।


এর ফলে অদূর ভবিষ্যতে অভিযুক্তদের বিরুদ্ধে ইন্টারপোল থেকে রেড কর্নার নোটিস জারি করা সম্ভব হবে। সূত্রের খবর, নীরব মোদী হংকংয়ে আছেন বলে জানতে পেরেছে সিবিআই। নীরবকে গ্রেফতার করতে সেখানকার প্রশাসনকে ইতিমধ্যেই অনুরোধ করেছে তদন্তকারী সংস্থা।