সুশান্তকাণ্ডে মাদকযোগ! তদন্তের আঁচ পেয়ে ড্রাগ সমুদ্রের জলে ফেলে দিচ্ছে মাফিয়ারা
মুম্বই: সুশান্তকাণ্ডে মাদকযোগের সম্ভাবনার কথা উঠে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে মুম্বই মাদকচক্র। দিল্লি থেকে নার্কোটিক্স কর্ন্টোল ব্যুরোর ৫ সদস্যের দল মুম্বই পৌঁছেছে। সূত্রের খবর, নিজেদের বাঁচাতে তাই দামি ড্রাগস বালিতে পুঁতে দিচ্ছেন বা সমুদ্রের জলে ফেলে দিচ্ছেন ড্রাগ মাফিয়ারা।
বলিউডে মাদক জোগান দেওয়ার অভিযোগে আব্বাস ও করণ নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে নার্কোটিক্স কর্ন্টোল ব্যুরোর সদস্য। অভিযোগ, যে মাদক তারা দিত, তার ১ গ্রামের দাম ৫ হাজার টাকা। মুম্বই ও গোয়া সংলগ্ন এলাকায় অভিযান চালাবে এই দল। তবে গ্রেফতার হওয়া ২জনের সঙ্গে সুশান্তকাণ্ডের কোনও সম্পর্ক নেই বলেই জানা যাচ্ছে।
সুশান্তকাণ্ডে রিয়া ও গৌরব আচার্যের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই প্রথম উঠে আসে সুশান্তকাণ্ডে মাদকযোগের সম্ভাবনা। সেখানে সুশান্তের চায়ে কিছু মেশাবার কথা লেখা ছিল। ২০১৫ সাল থেকেই গৌরবের সঙ্গে পরিচিতি রিয়ার। আবু আসলাম কোয়াসিম আজমি নামে এক ড্রাগ মাফিয়ার সঙ্গে যোগাযোগ ছিল গৌরবের। একাধিকবার তাঁদের গোয়ার হোটেলে দেখা গিয়েছে। ২০১৭ সালে গ্রেফতার হয় এই ড্রাগ মাফিয়া।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সুশান্তকাণ্ডে মাদকযোগ! তদন্তের আঁচ পেয়ে ড্রাগ সমুদ্রের জলে ফেলে দিচ্ছে মাফিয়ারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2020 10:22 AM (IST)
সুশান্তকাণ্ডে মাদকযোগের সম্ভাবনার কথা উঠে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে মুম্বই মাদকচক্র। দিল্লি থেকে নার্কোটিক্স কর্ন্টোল ব্যুরোর ৫ সদস্যের দল মুম্বই পৌঁছেছে। সূত্রের খবর, নিজেদের বাঁচাতে তাই দামি ড্রাগস বালিতে পুঁতে দিচ্ছেন বা সমুদ্রের জলে ফেলে দিচ্ছেন ড্রাগ মাফিয়ারা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -