গাঁধীনগর: আহমেদ প্যাটেলের সমস্যা বাড়িয়ে কংগ্রেসের দীর্ঘদিনের জোটসঙ্গী এনসিপি জানিয়ে দিল, গুজরাত রাজ্যসভা ভোটে বিজেপিকে সমর্থন করবে তারা। গতকাল রাতে এনসিপির বিধায়ক কন্ধল জাডেজা এ কথা জানিয়েছেন। আর এক দলীয় বিধায়ক জয়ন্ত প্যাটেলও বিজেপি প্রার্থীকে ভোট দেবেন বলে দাবি করেছেন তিনি।
গুজরাত পরিবর্তন পার্টির টিকিটে জিতে আসা নলিন কোটাদিয়ার ভোট পাবে বলে মনে করেছিল কংগ্রেস। কিন্তু তিনিও জানিয়েছেন, ভোট দেবেন বিজেপির বলবন্তসিন রাজপুতকে, আহমেদ প্যাটেলকে নয়।
গুজরাত বিধানসভায় কংগেসের বিধায়কসংখ্যা আদতে ছিল ৫১। কিন্তু শঙ্করসিং বাঘেলা সহ ৭ বিধায়ক ইতিমধ্যেই দল ছেড়েছেন। ফলে কংগ্রেসের বিধায়কসংখ্যা কমে হয়েছে ৪৪, ভোটে জিততে আরও একজনের সমর্থন জরুরি। বাঘেলারা
এখনও জানাননি, তাঁরা ভোট সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিবকে দেবেন কি দেবেন না। তাৎপর্যপূর্ণভাবে বিজেপি প্রার্থী আবার বাঘেলার আত্মীয়।
যদিও আহমেদ প্যাটেলের দাবি, তিনি দলের বিধায়কদের ওপর বিশ্বাস রাখছেন। রাখি বন্ধনেও বাড়ি যাননি তাঁরা, সব কিছুর থেকে তাঁরা নিজেদের ভোট সুষ্ঠুভাবে প্রদান করাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
ডিগবাজি এনসিপির, গুজরাত রাজ্যসভা ভোটের ঠিক আগে জানাল, সমর্থন বিজেপিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2017 08:28 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -