গুজরাত পরিবর্তন পার্টির টিকিটে জিতে আসা নলিন কোটাদিয়ার ভোট পাবে বলে মনে করেছিল কংগ্রেস। কিন্তু তিনিও জানিয়েছেন, ভোট দেবেন বিজেপির বলবন্তসিন রাজপুতকে, আহমেদ প্যাটেলকে নয়।
গুজরাত বিধানসভায় কংগেসের বিধায়কসংখ্যা আদতে ছিল ৫১। কিন্তু শঙ্করসিং বাঘেলা সহ ৭ বিধায়ক ইতিমধ্যেই দল ছেড়েছেন। ফলে কংগ্রেসের বিধায়কসংখ্যা কমে হয়েছে ৪৪, ভোটে জিততে আরও একজনের সমর্থন জরুরি। বাঘেলারা
এখনও জানাননি, তাঁরা ভোট সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিবকে দেবেন কি দেবেন না। তাৎপর্যপূর্ণভাবে বিজেপি প্রার্থী আবার বাঘেলার আত্মীয়।
যদিও আহমেদ প্যাটেলের দাবি, তিনি দলের বিধায়কদের ওপর বিশ্বাস রাখছেন। রাখি বন্ধনেও বাড়ি যাননি তাঁরা, সব কিছুর থেকে তাঁরা নিজেদের ভোট সুষ্ঠুভাবে প্রদান করাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।