নয়াদিল্লি: রাজস্থানের পালি জেলার সোজাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শোভা চৌহান নাকি সেখানকার ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁকে ভোট দিয়ে জিতিয়ে ক্ষমতায় বসালে তিনি এটা নিশ্চিত করবেন যে, ওখানে বাল্যবিবাহ হলেও পুলিশ কিছু করবে না। শোভার বিরুদ্ধে এভাবে সরাসরি বাল্যবিবাহের পক্ষে সওয়াল করার অভিযোগ সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা সংক্রান্ত কমিশনের (এনসিপিসিআর) চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো। শোভা সত্যিই ওই মন্তব্য করেছেন কিনা, তা খতিয়ে দেখে নিশ্চিত হওয়ার পর প্রয়োজনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
অভিযোগ, শোভা তাঁর কেন্দ্রে এক নির্বাচনী সভায় উপস্থিত লোকজনকে বলেন, আপনারা বলেছেন, এখানে মেয়েদের ছোট থাকা অবস্থায় বিয়ে দেওয়া হয়, পুলিশ আপনাদের বিরুদ্ধে এজন্য ব্যবস্থা নেয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশ আর হস্তক্ষেপ করবে না।
এনসিপিসিআর-এর নতুন চেয়ারপার্সন কানুনগো বলেছেন, সত্যিই এমন মন্তব্য করা হয়ে থাকলে পরিষ্কার অন্যায় হয়েছে। আমি এই রিপোর্টের সত্যতা সম্পর্কে অবগত নই। তবে এটা সত্যি হলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণমন্ত্রক বলেছে, ভবিষ্যতে দেশে সব বাল্যবিবাহ অবৈধ বলে বিচার করতে ক্যাবিনেটে প্রস্তাব পেশ করবে তারা। তা মন্ত্রিসভার অনুমোদন পেলে আইন বদলাতে হবে। বর্তমান আইনে বিয়ে হওয়া শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার ২ বছরের মধ্যে ছেলে বা মেয়ে, যে কোনও এক পক্ষ জেলা আদালতে মামলা দায়ের করা পর্যন্ত শিশুবিবাহের অনুমোদন মেলে। মন্ত্রকের প্রস্তাব, আগামীদিনে একেবারে গোড়াতেই শিশুবিবাহকে অবৈধ, অন্যায় হিসাবে দেখতে হবে। এই সংশোধন তাঁরা পূর্ণ সমর্থন করবেন বলে জানান কানুনগো।
ভোট জিয়ে জেতালে শিশুবিবাহে পুলিশি হস্তক্ষেপ না হওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ রাজস্থানের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
Web Desk, ABP Ananda
Updated at:
06 Dec 2018 02:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -