নয়াদিল্লি: বিকানেরে এক মহিলার গণধর্ষনের ঘটনায় রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে দ্রুত পদক্ষেপ নিতে বলল জাতীয় মহিলা কমিশন।
গত ১৫ই মে জ্বালানীর কাঠ আনতে গিয়ে একটি নির্জন স্থানে ৩ দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন এক বিবাহিত মহিলা। ১৮ মে স্বামীর সঙ্গে থানায় গিয়ে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তিনি।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা রাজস্থানের ডিজিপিকে চিঠি পাঠিয়ে জানান, ২০ তারিখ সংবাদমাধ্যম থেকে তাঁরা বিকানীরে বিবাহিত মহিলার গণধর্ষনের খবরটি জানতে পারেন। এই খবর সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে রেখা জানান, ২০১৩ সালে আইনি পরিবর্তন হলেও রাজস্থানে মহিলাদের ওপর অত্যাচার ও নিগ্রহ ক্রমশই বাড়ছে। তাই এই ঘটনাগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
বিকানের গণধর্ষণে রাজস্থানের ডিজিপিকে দ্রুত পদক্ষেপের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2019 07:00 PM (IST)
বিকানেরে এক মহিলার গণধর্ষনের ঘটনায় পুলিশ ডিরেক্টর জেনারেলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল জাতীয় মহিলা কমিশন।
প্রতীকী ছবি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -