দুর্নীতি রোধে দায়বদ্ধ এনডিএ সরকার, আতঙ্কিত অনেকেই, একমঞ্চে আসছে, মোদীর আক্রমণ
Web Desk, ABP Ananda
Updated at:
26 May 2018 07:25 PM (IST)
কটক: কেন্দ্রের এনডিএ সরকার দুর্নীতি মোকাবিলায় দায়বদ্ধ আর তাতেই অনেকের শিরদাঁড়া দিয়ে আতঙ্কের হিমেল স্রোত বইছে। তারা এক মঞ্চে আসছে। নিজের সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে এখানকার বালি যাত্রা ময়দানে জনসভায় এভাবেই বিরোধী দলগুলির জোট বাঁধার প্রয়াসকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী।
তাঁর সরকার সঠিক পথেই হাঁটছে, দেশের মানুষ তার প্রতি সমর্থনের সিলমোহর দিয়েছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ২০টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, যা প্রমাণ করছে, দেশবাসী গত ৪ বছরে এনডিএ সরকারের পারফর্ম্যান্সে খুশি।
তাঁর বিরুদ্ধে জোট গড়ে তোলার চেষ্টায় সক্রিয় বিরোধী শিবিরকে ইঙ্গিত করে মোদী বলেন, বিভিন্ন এজেন্সি ৩ হাজার তল্লাসি অভিযান চালিয়েছে যাতে হিসাববহির্ভূত ৭৩ হাজার কোটি টাকার বেশি অর্থ উদ্ধার হয়েছে। কালো টাকার বিরুদ্ধে কঠোর আইন চালু করার ফলে অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছে, যারা জোট বাঁধছে।
মোদীর দাবি, মানুষ এখন বিশ্বাস করে যে দেশে বদল হওয়া সম্ভব। দেশ 'কুশাসন' থেকে 'সুশাসন' 'কালো টাকা' থেকে 'জনধনে'র রাস্তায় এগচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, লোকে দেখতে পাচ্ছে, এনডিএ সরকার সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র সামনে রেখে কাজ করছে।
এনডিএ সরকার কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পায় না বলে জানিয়ে মোদীর দাবি, তাঁর সরকার বিভ্রান্তিতে ভোগে না। বলেন, এই সরকার দায়বদ্ধ, তার সার্জিক্যাল স্ট্রাইক চালানোর শক্তি, হিম্মত্ আছে।
কংগ্রেস বরাবর শুধু ক্ষমতার কথাই ভেবেছে বলেও অভিযোগ করেন মোদী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -