নয়াদিল্লি: ইসলামি প্রচারক জাকির নায়েককে নিয়ে বিজেপি এবং কংগ্রেসের বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। এবার কংগ্রেসের অভিযোগ, ২০০৩-এ এই বিতর্কিত ইসলামি প্রচারকের জম্মু ও কাশ্মীর সফরকে সফল করতে সব ধরনের প্রচেষ্টা করেছিল তত্কালীন এনডিএ সরকার।
কংগ্রেস মুখপাত্র মণীষ তিওয়ারি বলেছেন, জাকিরের ওই তিনদিনের সফরের আয়োজন করেছিল এনডিএ সরকার। তাঁকে রাজভবনেও ‘আপ্যায়ণ’ করা হয়েছিল। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল বর্তমানে বিজেপির শরিক পিডিপি।
কংগ্রেস মুখপাত্রর প্রশ্ন, জাকির যদি ‘মূর্তিমান শয়তান’ হন, তাহলে ২০০৩-এ এনডিএ সরকার কেন জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি।
একইসঙ্গে মণীষ তিওয়ারি বলেছেন, নাইকের প্রচারের বিতর্কিত দিকটি ঢাকা হামলার পরই প্রকাশ্যে এসেছে। তার আগে সংবাদমাধ্যম বা নিরাপত্তা সংস্থাগুলির নজরে তা আসেনি।
মণীষ তিওয়ারির অভিযোগ, সংসদে জাকির ও তাঁর পিস টিভি সম্পর্কে উত্তর যথাযথভাবে দেননি কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
উল্লেখ্য, এর আগে প্রসাদ রাজীব গাঁধী চ্যারিটেবল ট্রাস্টে জাকিরের ৫০ লক্ষ টাকা অনুদান নিয়ে কংগ্রেসকে নিশানা করেছিলেন। কংগ্রেস এই অর্থসাহায্যের কথা স্বীকার করে নিলেও দাবি করে , মাসপাঁচেক আগে ওই টাকা ফিরিয়ে দেয় তারা।
২০০৩-এ জাকিরের জম্মু ও কাশ্মীর সফরের আয়োজন করেছিল এনডিএ সরকার: কংগ্রেস
ABP Ananda, web desk
Updated at:
12 Sep 2016 06:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -