বন্সওয়াড়া (রাজস্থান): পণ্য পরিষেবা কর নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ-সভাপতির মতে, সিদ্ধান্ত গ্রহণে বেশি তাড়াহুড়ো করেছে মোদী সরকার। তাঁর আরও অভিযোগ, সংসদে কৃষক-বিতর্ক এড়িয়ে চলছে কেন্দ্র।


বুধবার রাজস্থানে 'কিষাণ আক্রোশ র‌্যালি'-তে অংশ নেন রাহুল। সেখানে তির-ধনুক উঁচিয়ে রাহুল বলেন, কংগ্রেস সংসদে কৃষক-ইস্যু আলোচনা করতে চেয়েছিল। সরকার তাতে রাজি হয়নি। সরকার মধ্যরাতে জিএসটি কার্যকর করতে পারে। কিন্তু, সংসদে এক মিনিটের জন্য কৃষক সমস্যা শুনতে চায় না।


যেভাবে জিএসটি চালু করা হয়েছে, এদিন তারও সমালোচনা করেছেন রাহুল। কংগ্রেস সহ-সভাপতি বলেন, আমরা চেয়েছিলাম, সরকার আরও তিন-চার মাস সময় নিক। কারণ, প্রস্তাবিত জিএসটি-তে বহু খামতি রয়েছে, যাতে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।


বিজেপি ও আরএসএস-কে তীব্র সমালোচনা করে রাহুল দাবি করেন, দুর্বল ও শোষিত মানুষদের কথা শুনতে চায় না তারা। তিনি বলেন, এদেশে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, উপজাতি এবং দলিতরা সকলে মিলে দেশে উন্নতিতে অবদান রাখছে। তাঁদের ভূমিকাও শিল্পপতিদের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু, কেন্দ্র এদের কথা শোনে না।


তাঁর দাবি, কংগ্রেসের প্রবল চাপের মুখে কৃষকদের ঋণ মকুব করতে বাধ্য হয় উত্তরপ্রদেশ সরকার। একইভাবে, পঞ্জাব ও কর্নাটকেও কংগ্রেস শাসিত রাজ্য প্রশাসন কৃষকদের ঋণ মকুব করে। রাহুল জানিয়ে দেন, যতক্ষণ না রাজস্থান সরকার একই কাজ করছে, ততক্ষণ কংগ্রেস চুপ থাকবে না।