নয়াদিল্লি: কেন্দ্রের ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করল বিজেপি ও এনডিএ-র অন্যান্য সহযোগী দলগুলি। ১৬ তারিখ থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে পুরোদস্তুর সরকারের পাশে থেকে বিরোধীদের মোকাবিলা করবে তারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই স্পষ্ট করে দিয়েছেন, নোট বাতিলের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার প্রশ্ন নেই। এনডিএ বৈঠকে শরিকরাও জানিয়ে দিয়েছে, কালো টাকার বিরুদ্ধে কেন্দ্রের এই জেহাদে তাদের পুরোপুরি সমর্থন রয়েছে। সাধারণ মানুষের সমর্থনও এই ইস্যুতে সরকারের দিকে। তাই রক্ষণাত্মকভাবে নয়, রীতিমত প্রস্তুতি নিয়েই সংসদে তারা বিরোধীদের মুখোমুখি হবে।

শিবসেনা প্রথমে নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করলেও বৈঠকে স্পষ্ট করে দিয়েছে, এই ইস্যুতে সরকারের পাশেই রয়েছে তারা। প্রধানমন্ত্রীও শরিকদের বলেছেন, এই ইস্যুতে সাবধানী পদক্ষেপের প্রয়োজন নেই, নোট বাতিলের জেরে সাধারণ মানুষ আপাতত সমস্যায় পড়লেও ভবিষ্যতের কথা ভেবে তাঁরা কেন্দ্রকে সমর্থন করতে তৈরি। দুর্নীতি দমন ও কালো টাকার ছড়াছড়ি রুখতে এই পদক্ষেপ কতটা জরুরি ছিল তা বোঝাতে মানুষের কাছে যাওয়ার জন্যও শরিকদের অনুরোধ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্তের কৃতিত্ব তাঁর একার নয়, যে সব দল সরকারের পাশে দাঁড়িয়েছে, কৃতিত্ব তাদের সকলের প্রাপ্য। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হবে। এই বিশ্বাসে ভর করে দুর্নীতি দমনে আরও যা যা দরকারি পদক্ষেপ, তা তিনি করবেন।

এনডিএ বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টি নেতা রামবিলাস পাসোয়ান এই ‘সাহসী ও দৃঢ় পদক্ষেপ’-এর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। অন্যান্য শরিক দলের প্রতিনিধিরাও এরপর নোট বাতিল ও পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য অভিনন্দন জানান তাঁকে।