নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের ভূয়ষী প্রশংসায় বিজেপি এবং এর শরিকদল গুলি। সরকারের এই সিদ্ধান্তে সমর্থন রয়েছে দেশের মানুষের, তাই রক্ষণাত্মক হওয়ার প্রশ্নই নেই, শরিকদের উদ্দেশ্যে বার্তা মোদীর।
শরিকদলগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত নিয়ে রক্ষণাত্মক হওয়ার প্রয়োজন নেই। দেশের সমস্ত মানুষের সমর্থন রয়েছে এই সিদ্ধান্তে। বড়কিছু পাওয়ার জন্য এই সাময়িক কষ্টকে মেনে নিয়েছেন তাঁরা। কালো টাকা দুর্নীতি রুখতে, সাধারণ মানুষকে এই ব্যাপারে সচেতন করতে শরিক দলগুলির কাছে আর্জি জানিয়েছেন তিনি। মোদী বলেন, এই কৃতিত্ব তাঁর একার নয়। যে দলগুলি তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে, সবারই সমান কৃতিত্ব রয়েছে।
তথ্য এবং সম্প্রচারমন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিয়ে সরকারের দ্বিতীয়বার ভাববার কোনও জায়গাই নেই। কালো টাকা উদ্ধারের জন্য সরকার যে নীতি নিয়েছে, তা সুবিবেচকের মতোই। নোট বাতিলের সিদ্ধান্তে দলীয় কর্মীদের সমর্থন আগেই পেয়েছিলেন মোদী, এবার সমস্ত শরিক দলগুলিকে পাশে পেলেন প্রধানমন্ত্রী।
নোটবাতিলে ব্যাপক সমর্থন মানুষের, রক্ষণাত্মক হওয়ার প্রশ্নই নেই, শরিকদের মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2016 11:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -