নয়াদিল্লি: জেড প্লাস ও এনএসজি নিরাপত্তা পেলেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। তিনি আপাতত আছেন ১০, আকবর রোডে। এই বাড়িটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মার জন্য বরাদ্দ করা হয়েছিল। সেটাই কোবিন্দের অস্থায়ী ঠিকানা। এনএসজি কম্যান্ডো এবং নিরাপত্তা সংস্থাগুলি এই বাড়িটির নিরাপত্তাও খতিয়ে দেখেছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, কোবিন্দের নিরাপত্তা নিয়ে কোনও সংশয় আছে কি না, সেটা পর্যালোচনা করেছে নিরাপত্তা সংস্থাগুলি। এরপরেই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে কোবিন্দের সঙ্গে থাকবেন ১০-১২ জন সশস্ত্র এনএসজি কম্যান্ডো। এছাড়া এসকর্ট ও পাইলট গাড়িও থাকবে তাঁর সঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা পাবেন কোবিন্দ।

আগামীকাল মনোনয়ন পেশ করবেন কোবিন্দ। তাঁর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং বিজেপি-শাসিত বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিজেপি ছাড়া যে দলগুলি কোবিন্দকে সমর্থন করার কথা ঘোষণা করেছে, তাদের নেতারাও মনোনয়ন পেশ করার সময় থাকবেন বলে জানা গিয়েছে। আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে তিনি দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

৭১ বছর বয়সি কোবিন্দ দলিত এবং রাজ্যসভার দু বারের সাংসদ। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দিতা হলেও, তাঁর জয় প্রায় নিশ্চিত। বিজেপি সূত্রে খবর, ৬১ শতাংশ ভোট পাচ্ছেনই কোবিন্দ। যে আঞ্চলিক দলগুলি এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি, তারা যদি কোবিন্দকে সমর্থন করে, তাহলে তাঁর জয়ের ব্যবধান বাড়বে। সেক্ষেত্রে কে আর নারায়ণনের পর দ্বিতীয় দলিত হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কোবিন্দ।