নয়াদিল্লি: আর একটু হলেই হয়তো সংঘর্ষ হত, কিন্তু কপাল জোরে বেঁচে গেল দুটি বিমান। গতকাল জম্মু ও কাশ্মীরের বানিহালের ওপর মাঝ আকাশে ইন্ডিগোর বিমানের সঙ্গে বিএসএফের বিমানের ধাক্কা লাগতে লাগতেও লাগেনি শেষ মূহূর্তের বিপদ সংকেতের ফলে।

সূত্রের খবর, বিএসএফের এয়ারক্র্যাফটের যাত্রী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহর্ষি সমেত ১২ জন। দিল্লি-শ্রীনগর ইন্ডিগোর ফ্লাইটে ছিলেন ১৮০ জন যাত্রী। আচমকা দুটি বিমান খুব কাছাকাছি চলে এসেছিল। তবে দুটির ককপিটে বিপদ সংকেত পাঠানো হয়। নিরাপদ দূরত্বে সরে যায় বিএসএফের বিমানটি।

অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত ডায়রেক্টরেট জেনারেল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আকাশপথে যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেটি প্রতিরক্ষা প্রশাসনের এক্তিয়ারের মধ্যে পড়ে।
এ ব্যাপারে ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়েছে, ২৬ হাজার ফুট ওপরে ছিল ইন্ডিগো 6E-653 ফ্লাইট। অপর বিমানটি ২৫ হাজার ফুট থেকে ওপর দিকে উঠে আসছিল। আমাদের বিমানচালক এটিসি-কে জানান। তবে এটিসি নির্দেশ পাঠানোর আগেই স্বয়ংক্রিয় হুঁশিয়ারি ব্যবস্থায় আমাদের পাইলটকে অঘটন এড়াতে ব্যবস্থা নিতে বলা হয়।