হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার গুন্টাকলে একটি হ্রদে নৌকাডুবিতে মৃত্যু হল ১৩ জনের। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা। একটি মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকার চালক নিখোঁজ। নিহতদের দেহ শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় পুলিশ ইন্সপেক্টর বাবা জান বলেছেন, স্থানীয় একটি উৎসব উপলক্ষে শুক্রবার দুপুরে গ্রামবাসীরা হ্রদের অপর পাড়ে গিয়েছিলেন। যাওয়ার সময় নৌকায় দু-তিন জন করে গিয়েছিলেন। কিন্তু ফেরার সময় একসঙ্গে ১৫ জন নৌকায় উঠে পড়েন। এর ফলেই নৌকাটি উল্টে যায়।
অন্ধ্রপ্রদেশে হ্রদে নৌকাডুবি, নিহত ১৩
Web Desk, ABP Ananda
Updated at:
28 Apr 2017 09:34 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -