শ্রীনগর: নিরাপত্তাজনিত কারণে প্রায় দুসপ্তাহ বন্ধ থাকার পর, সোমবার থেকে খুলছে কাশ্মীর উপত্যকার স্কুল-কলেজগুলি। কাশ্মীর প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সুরক্ষা ও নিরাপত্তার বন্দোবস্তের মধ্যেই সোমবার থেকে শ্রীনগরে ১৯০টি স্কুলে স্বাভাবিক ক্লাস পুনরায় চালু হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি, সরকারি দফতরগুলিও সোমবার থেকে খুলবে বলে জানা গিয়েছে। এর জন্য, ধারা ৩৭০ বিলোপের পর উপত্যকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা আগামী সপ্তাহ থেকেই কিছুটা শিথিল করা হতে পারে।
ইতিমধ্যেই, উপত্যকার কিছু অঞ্চলে ল্যান্ডলাইন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। তবে, সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এক আধিকারিক জানান, কাশ্মীরের ৩৫টি থানা অঞ্চলে মানুষের যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। অন্যদিকে, ৯৬টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে। ওই আধিকারিক জানান, প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন নম্বর এখন সচল। ধাপে ধাপে বাকিগুলিও সক্রিয় করা হবে।
প্রসঙ্গত, গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্র। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ-- দুটি পৃথক কেন্দ্র-শাসিত অঞ্চলও গঠন করা হয়।
এরপরই, উপত্যকায় যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য গোটা কাশ্মীরে কার্যত কারফিউ জারি করা হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের সচল হওয়ার পথে পরিষেবা।
কাশ্মীর: দুসপ্তাহ পর সোমবার থেকে খুলছে স্কুল ও সরকারি দফতর
Web Desk, ABP Ananda
Updated at:
18 Aug 2019 03:57 PM (IST)
সুরক্ষা ও নিরাপত্তার বন্দোবস্তের মধ্যেই সোমবার থেকে শ্রীনগরে ১৯০টি স্কুলে স্বাভাবিক ক্লাস পুনরায় চালু হবে
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -