নয়াদিল্লি: কুলভূষণ যাদব কাণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রতিক্রিয়া’ নীতি অবলম্বন করার স্বপক্ষে জোরালো সওয়াল করলেন বিজেপি সাংসদ রাজকুমার সিংহ।
প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের মতে, পাকিস্তান যদি কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে ভারতেরও পাল্টা এধরনের নীতির আশ্রয় নেওয়া। তিনি বলেন, নাশকতার লক্ষ্যে প্রতিমাসে ভারতে অনুপ্রবেশ করার সময় ধরা পড়ে বহু পাক নাগরিক। এখন নয়াদিল্লিও যদি পাকিস্তানের পন্থা অবলম্বন করে, তাহলে সকলের ফাঁসি হবে।
আর কে সিংহ জানান, আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিকতার ওপর ভিত্তি করেই থাকে। তিনি যোগ করেন, এক্ষেত্রে (পাকিস্তান) কঠোর প্রতিক্রিয়া নীতি নেওয়া উচিত। পাকিস্তানের বোঝা উচিত, প্রতিমাসে টাকা ও অস্ত্র সহ তাদের বহু নাগরিক এদেশে ধরা পড়ে।
সাংসদ বলেন, উপত্যকায় নাশকতা চালাতে ওরা একে-৪৭, গ্রেনেড লঞ্চার নিয়ে ভারতে ঢুকে ধরা পড়ে। তারপর তাদের ১০-১২ বছর ধরে মামলা, জেল চলে। শেষে ফিরে যায়। সিংহের মতে, যদি কুলভূষণের ফাঁসি হয়, তাহলে ভারতও একই প্রতিক্রিয়া জানাবে। বিশেষ আদালত গড়ে তাদের দ্রুত বিচার ও ফাঁসির ব্যবস্থা করা হবে। পাকিস্তান যেন বিষয়টি মাথায় রাখে।
এদিকে, আরেক বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী জানান, পাকিস্তান যদি কুলভূষণকে ফাঁসিতে চড়ায়, তাহলে ভারতের উচিত বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। যাদবের জন্য কনস্যুলেট-সুবিধা চেয়ে কোনও লাভ নেই বলে মনে করেন স্বামী।
এদিন সংসদের বাইরে তিনি বলেন, পাকিস্তান দাবি করেছে, কুলভূষণ বালোচিলস্তানে সমস্যা তৈরি করার চেষ্টা করছিলেন। এখন পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি দেওয়া উচিত, যদি কুলভূষণের কিছু হয়, তাহলে আমরা বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখব এবং বালোচ প্রতিনিধিদলকে অনুরোধ করব, সেখানে সরকার গঠন করার জন্য।