নয়াদিল্লি: শনিবারই পাকিস্তানের ১৬ তম সেনাপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। ২৯ নভেম্বর বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফের মেয়াদ শেষ হওয়ার পর ওই পদে নিযুক্ত হবেন বাজওয়া। নয়া সেনাপ্রধান হিসেবে বাজওয়ার নির্বাচনের সঙ্গে সঙ্গে ভারতকে আরও সতর্ক হওয়ার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সেনাপ্রধান বিক্রম সিংহ।
প্রাক্তন সেনাপ্রধান বিক্রম সিংহের দাবি, জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁর দায়িত্ব সম্পর্কে মারাত্মক সজাগ। রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি হয়ে কঙ্গোয় বিক্রম সিংহের অধীনে কাজ করেছিলেন পাকিস্তানের নবনির্বাচিত এই সেনাপ্রধান। তখনই বিক্রম সিংহ বুঝেছিলেন, বাজওয়া তাঁর কাজ সম্পর্কে কতটা সিরিয়াস। এবং কোনও সেনাপ্রধান নিজের দেশে ফিরে আসলে কাজ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি আরও বদলে যায়, মত প্রাক্তন সেনাপ্রধানের। বিক্রম সিংহের মতে ভারতের এখন উচিত্ ধৈর্য্য ধরে অপেক্ষা করা, এবং বাজওয়ার প্রতিটি পদক্ষেপের দিকে বিশেষ নজর রাখা।
বিক্রম সিংহের কাছে জানতে চাওয়া হয়, তিনি কী মনে করেন, ৩০ নভেম্বরের পর পাকিস্তানের প্রতিরক্ষা নীতিতে কোনও পরিবর্তন আসবে? এবিষয় বাজওয়ার মত, ভারতের থেকেও, দেশের ভিতরে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গি কার্যকলাপ নিয়ে বেশি চিন্তিত বাজওয়া। আগে কড়া হাতে দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন তিনি, মত বিক্রম সিংহের। নয়া এই সেনাপ্রধানের ভারত-পাক সীমান্ত পরিস্থিতি নিয়েও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, কারণ, তিনি দীর্ঘ সময় পাক অধিকৃত কাশ্মীর এবং উত্তরাংশে কাজ করেছেন।
পাকিস্তানের নয়া সেনাপ্রধান বাজওয়া সম্পর্কে ভারতকে সাবধান হওয়ার হুঁশিয়ারি প্রাক্তন সেনাপ্রধানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2016 12:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -