নয়াদিল্লি: তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে উচ্ছ্বসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরীন। যদিও, তাঁর মতে, এই রায়ে মুসলিম মহিলাদের ‘স্বাধীনতা প্রাপ্তি’ হয়নি।
তসলিমার দাবি, তিন তালাক প্রথাকে অবলুপ্ত করে থেমে থাকলে চলবে না। এবার ১৪০০ বছরের পুরনো শরিয়া আইনেরও অবসান ঘটাতে হবে।
[embed]https://twitter.com/taslimanasreen/status/899884523931844608[/embed] https://twitter.com/taslimanasreen/status/899883729010610176এদিন সুপ্রিম কোর্টের রায়ের কিছুক্ষণের মধ্যেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানান এই বাংলাদেশি লেখিকা। তিনি বলেন, কেন শুধু তিন তালাক? গোটা ইসলামিক বা শরিয়া আইনের অবসান ঘটানো উচিত। মানবিকতার খাতিরে সব ধর্মীয় আইনকে অবলুপ্ত করা উচিত। তিনি যোগ করেন, ধর্মীয় আইন এবং প্রথা সম্বলিত ধর্ম সর্বদা মহিলা-বিরোধী হয়।
https://twitter.com/taslimanasreen/status/899861586583494656এখানেই থেমে থাকেননি তসলিমা। তিনি বলেন, তিন তালাক কোরানে নেই। এই কারণেই কি এই প্রথার অবসান ঘটল? তাঁর দাবি, কোরানে আরও অনেক অবিচার ও বৈষম্য রয়ে গিয়েছে। সেগুলি থাকা উচিত? প্রশ্ন তসলিমার।
https://twitter.com/taslimanasreen/status/899870139222376448 একইসঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের অবলুপ্তি নিয়েও সোচ্চার হন তিনি। তার বদলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার সওয়াল করেন তসলিমা। https://twitter.com/taslimanasreen/status/899906673707425793