নয়াদিল্লি: শিল্প ও সঙ্গীতের মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দূর করার চেষ্টা হলেও, এই তত্ত্ব ব্যর্থ হয়েছে। রাহত ফতে আলি খানের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এ কথাই লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়।

সম্প্রতি বাবুল বলেন, সীমান্তে যখন জওয়ানদের মৃত্যু হচ্ছে, তখন গানের মাধ্যমে উত্তেজনা কমানোর কথা বলার বদলে সাময়িকভাবে বলিউডে পাক শিল্পীদের নিষিদ্ধ করা উচিত। ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে সলমন খান প্রভাব খাটিয়ে অরিজিৎ সিংহের গান বাদ দিয়ে ফতে আলি খানকে দিয়ে একই গান গাওয়ানোতেও ক্ষোভপ্রকাশ করেন বাবুল। এবার তিনি সরাসরি এই পাক শিল্পীকে আক্রমণ করলেন।

চিঠিতে বাবুল লিখেছেন, ‘তোমাদের সরকারের কায়েমী স্বার্থের লোকজন সীমান্ত সন্ত্রাসে মদত দিচ্ছে। এর অকাট্য প্রমাণ জনসমক্ষে আছে। রাষ্ট্রপুঞ্জ সহ বিভিন্ন সংস্থা সন্ত্রাসবাদ সংক্রান্ত বহু গোপন তথ্য প্রকাশ করেছে। কিন্তু তারপরেও তোমরা সীমান্ত সন্ত্রাসের নিন্দা করতে পারছো না। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে দেশপ্রেম। আমি তোমাদের অসুবিধা বুঝি। কিন্তু আমিও আমার দেশকে ভালবাসি। তাই এটা উপেক্ষা করতে পারি না যে দাউদ ইব্রাহিম, হাফিজ সইদ, সৈয়দ সালাউদ্দিন, জাকিউর রহমান লকভির মতো আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত লোকজন তোমাদের দেশে আছে।’

ফতে আলি খানের উদ্দেশে বাবুল আরও বলেছেন, ‘তোমাকে স্বীকার করতেই হবে, গান ও ক্রিকেটের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানো যাবে বলে যে ফাঁকা বুলি আওড়ানো হয়, তার বদলে তোমার মতো ক্ষমতাশালী ও জনপ্রিয় ব্যক্তি এবং ক্রিকেট ও সঙ্গীত জগতের অনান্যদের একজোট হয়ে সন্ত্রাসবাদে মদত না দেওয়ার জন্য তোমাদের সরকারের উপর চাপ সৃষ্টি করার সময় এসেছে।’