নয়াদিল্লি: চলতি বছরের ন্যাশনাল এলিজিবিলিটি তথা প্রবেশিকা পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের তথ্য ফাঁসের অভিযোগ সম্পর্কে তদন্ত চেয়ে সিবিএসই-র কাছে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। পরীক্ষার্থীদের তথ্য ফাঁস সংক্রান্ত সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই চিঠি দিয়েছেন রাহুল।
সিবিএসই চেয়ারপার্সন অনিতা কারওয়ালকে লেখা চিঠিতে রাহুল ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শও দিয়েছেন।
পরীক্ষার্থীদের ব্যাপক তথ্য ফাঁস সংক্রান্ত সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলির উল্লেখ করে রাহুল লিখেছেন, মূল্য দিলেই একটি নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে পরীক্ষার্থীদের তথ্য পাওয়া যাচ্ছে বলে অভিযোগ এবং প্রায় ২ লক্ষ পড়ুয়ার তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ। পরীক্ষার্থীদের নাম, ফোন নম্বর ও ই-মেল আইডি সহ ব্যক্তিগত তথ্য কয়েকটি অনলাইন পোর্টালে অর্থের বিনিময়ে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ।
রাহুল লিখেছেন, সারা দেশের প্রার্থীদের গোপনীয়তা লঙ্ঘন করে এত বড় ধরনের তথ্য চুরির ঘটনায় তিনি স্তম্ভিত। তিনি বলেছেন, এই ঘটনা তথ্য চুরির ঘটনা প্রতিরোধে রক্ষাকবচের অভাবের বিষয়টিই এই ঘটনায় ধরা পড়েছে। একইসঙ্গে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছ্বতা সিবিএসই বজায় রাখতে পারবে কিনা, সেই প্রশ্নও তুলেছেন রাহুল।
এই ত্রুটির উপযুক্ত তদন্তের আর্জি জানিয়ে কংগ্রেস সভাপতি সিবিএসই-কে তথ্য ফাঁসে ঘটনার জন্য দায়ী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
গত ৬ মে দেশের ১৩৬ শহরে ১১ ভাষায়য় এনইইটি পরিচালনা করেছিল সিবিএসই। এর ফলাফল গত ৬ জুন প্রকাশিত হয়েছে।
এনইইটি পরীক্ষার্থীদের ‘তথ্য ফাঁস’: সিবিএসই প্রধানকে চিঠি দিয়ে তদন্তের আর্জি রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2018 03:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -