নয়াদিল্লি:  এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তথা নিট হবে আগামী ৬ মে। ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা সিবিএসই। এজন্য ৯ মার্চ রাত ১১টা ৫০ পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে। ১০ মার্চ রাত ১১টা ৫০ পর্যন্ত জমা দেওয়া যাবে ফি। নিট দেওয়ার জন্য অসম, জম্মু-কাশ্মীর এবং মেঘালয় ছাড়া বাকি সব রাজ্যের আবেদনকারীদের আধার নম্বর বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।