বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল নিট-এর ফলপ্রকাশ হবে। তারপর বলা হয় ২২ জুন বেরোবে ফল। কিন্তু দুপুরের পর সেই নোটিস সরিয়ে নেওয়া হয় সিবিএসই-র ওয়েবসাইট থেকে। এরফলে পরীক্ষার্থীদের মারাত্মক অসন্তোষ তৈরি হয়।
নিট -২০১৭র উত্তীর্ণরা ভারতের সরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। এছাড়া সিএমসি ভেলোর এবং সিএমসি লুধিয়ানাতেও পড়ার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। এছাড়া র্যাঙ্কের ভিত্তিতে সেনা মেডিক্যাল কলেজেও পড়ার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।
এবছর ১১.৫ লক্ষ পরীক্ষার্থী বসেছিল নিট-২০১৭তে। পরীক্ষা হয়েছিল গত ৭ মে।
নিট-২০১৭এ রাজ্য থেকে কৃতীদের তালিকা দেখে নেব একনজরে
- তমোঘ্ন ঘোষ (র্যাঙ্ক ৩৪): সাউথ পয়েন্ট হাইস্কুল
- অন্বেষা চক্রবর্তী (র্যাঙ্ক ৪২): সুশীলা বিড়লা গার্লস স্কুল
- শিবম সিংহ (র্যাঙ্ক ৫০): বিড়লা বয়েজ হাইস্কুল
- অরণ্য দত্ত (র্যাঙ্ক ৮০): নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
তবে অল ইন্ডিয়াতে নিট-এ শীর্ষ স্থান পেয়েছে পঞ্জাবের মুক্তসারের পড়ুয়া নভদ্বীপ সিংহ। একনজরে দেখে নেব নিট-এ প্রথম দশজনের শীর্ষ তালিকায় রয়েছেন কারা
প্রথম নভদ্বীপ সিংহ, দ্বিতীয় অর্চিত গুপ্তা, তৃতীয় মনীষ মনীষ মুলচান্দানি, চতুর্থ সনকীর্থ সদানন্দ, পঞ্চম স্থানে রয়েছে ডোগরা অভিষেক বীরেন্দ্রা, ষষ্ঠ হয়েছে ডেরিক জোসেফ, সপ্তম কনীশ তয়াল, অষ্টম নিকিতা গোয়েল, নবম আরিয়ান রাজ সিংহ এবং দশম স্থানে রয়েছেন তানিশ বনসল।