ভারতীয় সংস্কৃতিকে বিসর্জন দিয়ে দেশ-জাতি গঠন করতে চেয়েছিলেন নেহরু:অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2016 08:24 AM (IST)
পুণে: জওহরলাল নেহরুকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি সভাপতি অমিত শাহর কটাক্ষ, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতিকে বিসর্জন দিয়ে নিজের দেশকে পশ্চিমী আদলে তৈরি করতে চেয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। রবিবার এক বই প্রকাশ অনুষ্ঠানে নেহরুকে কটাক্ষ করে বিজেপি সভাপতি বলেন, তিনি দেশ-জাতি গঠন করতে চেয়েছিলেন ভারতের সমস্ত পুরনো ঐতিহ্য-বিশ্বাসকে বিসর্জন দিয়ে। প্রসঙ্গত, তিনি বিদেশ থেকে ভাবনা-চিন্তা আমদানি করে, তার ভিত্তিতে ভারতীয় সমাজকে তৈরি করতে চেয়েছিলেন। তিনি দাবি করেন, সেই সময় যদি জনসঙ্ঘ নেতা পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় না থাকতেন, তাহলে ভারতীয় চিন্তা-ভাবনা রক্ষা করা কখনওই সম্ভব হত না। তিনি পুরনো বিশ্বাস-ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছিলেন বলেই, ভারতীয় জনসঙ্ঘ তৈরি হয়েছিল, যার ফলে ভবিষ্যতে তৈরি হয়েছে বিজেপি। প্রসঙ্গত, দিনদয়াল উপাধ্যায়ের আত্মজীবনী, ‘রাষ্ট্রদ্রষ্টা’র প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন বিজেপি সভাপতি। ভারতের স্বাধীনতা যুদ্ধের সময়, বহু মানুষ ভিন্ন ধারনার বিশ্বাসী হয়েও দেশ স্বাধীনের জন্যে লড়েছিলেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তার পুরো কৃত্বিতটাই কংগ্রেসকে দেওয়া হয়। কংগ্রেস নেহরুকে প্রধানমন্ত্রী করে। অথচ তিনি সমস্ত দেশীয় ধ্যান-ধারনাকে বিসর্জন দিয়ে দিতে চেয়েছিলেন, অভিযোগ অমিত শাহর। যেখানে দিনদয়াল উপাধ্যায়ের মতো নেতারা দেশকে পুরনো বিশ্বাস-সংস্কৃতির অনুকরণে তৈরি করতে চেয়েছিলেন, সেখানে তাঁদেরকেই উপেক্ষা করার চেষ্টা করেছিলেন নেহরু, দাবি বিজেপি সভাপতির। তিনি মনে করেন দেশ এখন সবচেয়ে নিরাপদ দল এবং ব্যক্তির আশ্রয় রয়েছে। তাঁর দাবি বিশ্বমঞ্চে, নিজের সংস্কৃতিকে বিসর্জন না দিয়েই ভারত আজ অন্যতম ক্ষমতাবান রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে নিয়েছে।