নয়াদিল্লি: গুলিতে কাশ্মীর সমস্যা মিটবে না। মিটবে না গালিতেও। শুধু গলা জড়িয়ে ধরলে বা ভালবাসায় রয়েছে কাশ্মীরের সমাধান। দেশের ৭১তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন।


প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে এটাই নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চতুর্থ ভাষণ। প্রায় এক ঘণ্টার ভাষণে মোদী জানিয়েছেন, সন্ত্রাসবাদকে নরমভাবে দেখার প্রশ্নই ওঠে না, বিশ্বাসের নামে হিংসা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান ভালবাসাতেই নিহিত রয়েছে বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, কাশ্মীরের যুবসমাজকে তিনি আগেও বারবার বলেছেন, এখনও বলতে চান, সমাজের মূলস্রোতে প্রবেশ কর। গণতন্ত্রে কথা বলার অধিকার তোমাদের রয়েছে।

তিনি আরও বলেছেন, তাঁর সরকার কাশ্মীরকে তার পুরনো মর্যাদা ফিরিয়ে দিতে চায়, যখন তাকে প্রকৃত অর্থেই ভূস্বর্গ বলা হত।

একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশের ঐক্য বজায় রাখার ডাক দিয়েছেন, বলেছেন, জাতি হিংসা দূর করতে হবে। তাঁর কথায়, এর ফলে কারও ভাল হয় না, দেশের ঐতিহ্য মেনে একসঙ্গে নিয়ে চলতে হবে সকলকে। বিশ্বাসের নামে হিংসাকে প্রশ্রয় দেওয়া সম্ভব নয়। দেশ এটা মেনে নেবে না।