চেন্নাই: এআইএডিএমকে-র বিখ্যাত দুটি পাতা প্রতীক ফ্রিজ করে দিল নির্বাচন কমিশন। শশীকলা নটরাজন এবং ও পনীরসেলভম- দুই গোষ্ঠীই ওই প্রতীক দাবি করে। বুধবার গোটা দিন ধরে শুনানি চলার পর রাতে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন নির্দেশ পাশ করে নির্বাচন কমিশন।


এডিএমকে-র সাধারণ সম্পাদক শশীকলা ও জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর আসনে বসা পনীরসেলভম- ২জনেই দাবি করেন, দুটি পাতা প্রতীক আসলে তাঁদের। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ওই প্রতীক কাউকেই দিচ্ছে না তারা। এবার দরকারে দুই গোষ্ঠী নিজেদের দলের জন্য পছন্দমত নাম বেছে নিতে পারে, চাইলে সেই নামের সঙ্গে মূল দল এআইএডিএমকে-র যোগও থাকতে পারে।

নির্বাচন কমিশনের যত প্রতীক রয়েছে, সেখান থেকে নিজেদের নির্বাচনী প্রতীক বেছে নিতে পারে তারা। জয়ললিতার মৃত্যুর জেরে ফাঁকা হয়েছে আর কে নগর বিধানসভা কেন্দ্র। সেখানে উপনির্বাচন ১২ এপ্রিল। তার আগেই শশীকলা ও পনীরসেলভম গোষ্ঠীকে নিজের নিজের পছন্দমত প্রতীক বেছে নিতে হবে।

শাসকদল এডিএমকে এভাবে নিজেদের নির্বাচনী প্রতীকই খুইয়ে বসায় দারুণ খুশি বিরোধী ডিএমকে। তাদের অভিযোগ, শশীকলা বেআইনিভাবে দলের সাধারণ সম্পাদকের পদ দখল করেন, তাই তাঁদের গোষ্ঠীকে প্রতীক দেয়নি নির্বাচন কমিশন। দলের সদস্য হওয়ার আগেই যেভাবে তিনি সাধারণ সম্পাদকের পদ দখল করেন তা পুরোপুরি বেআইনি বলে মন্তব্য করেছে তারা।

শশীকলা গোষ্ঠী অবশ্য দাবি করেছে, কমিশনের সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন নয়। ওই প্রতীক শেষ পর্যন্ত তাদেরই হবে।

তবে পনীরসেলভম বলেছেন, নিজেদের প্রকৃত এডিএমকে বলে দাবি করে বহু নথি ও প্রমাণ কমিশনে জমা দিয়েছিলেন তাঁরা। তারপরেও ওই প্রতীক না পাওয়ায় তাঁরা বিস্মিত। প্রতীক ফিরে পাওয়ার জন্য তাঁদের লড়াই চলবে।